Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২২, ০৬:২৫ পিএম


বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয় বাজারে।

জানা যায়, বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের বাসিন্দা ও মহাশয় বাজারের ব্যবসায়ী মাওলানা মোঃ কামরুল ইসলাম (৩৫) দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজও করে আসছিলেন। রোববার সকালে উপজেলার মহাশয় বাজার এলাকার নোয়াগাও গ্রামের একটি বাড়িতে ওয়ারিং করতে যান। সেখানে কাজ চলাকালীন অবস্থায় কামরুল হাসান মুন্সী বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। 
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় কামরুল হাসানকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএস 

Link copied!