Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নড়াইলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রাণ গেল নারীর

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২২, ০৬:৩৫ পিএম


নড়াইলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রাণ গেল নারীর
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মর্জিনা বেগম (৪০) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

নিহত মর্জিনা বেগম বাগেরহাট সদরের অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে। নিহতের একমাত্র সন্তান স্থানীয় মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ছেড়ে যাওয়ায় আট বছরের মাদরাসা পড়ুয়া ছেলে জিহাদকে নিয়ে লোহাগড়া পৌরসভার রাজোপুর গ্রামের গফ্ফার শেখের বাড়িতে ভাড়া থাকতেন মর্জিনা। তিনি অন্যের বাসায় গৃহপরিচারিকা হিসেবে করতেন।

সোমবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে কাজে যাচ্ছিলেন তিনি। এসময় ঝোড়ো বাতাসে মেহগনি গাছের ডাল ভেঙে মাথার ওপর পড়লে তিনি গুরুত্বর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা মর্জিনাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এআই

 

Link copied!