Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সুন্দরগঞ্জে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২২, ১২:৩৭ পিএম


সুন্দরগঞ্জে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষতি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হওয়ায় আমন ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। সে কারণে কৃষকরা চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। নিচু এলাকা সমূহের আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

গত সোমবার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার উপর দিয়ে অসময়ে হঠাৎ ভারি বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হয়। যার কারণে নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা ও নিচু এলাকার উঠতি আমন ক্ষেত মাটিতে নুয়ে পড়ে। অনেক আমন ক্ষেতে পাঁকা ধরেছে এবং অনেক ক্ষেতে থোর মুখে এসেছে।

কৃষকদের দাবি, এ সময়ে ঝড়ো হাওয়া ফসলের ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে।

উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের কৃষক বাবু মিয়া জানান, তার দুই বিঘা জমির উঠতি আমন ক্ষেত পানিতে নুয়ে পড়েছে। ক্ষেতের জমি থেকে পানি সরানোর কোন ব্যবস্থা নেই।

তিনি জানান, প্রতিটি ধানের গোছায় থোর এসেছে। তিনি আরও বলেন এক সপ্তাহের মধ্যে পানি সরে না গেলে তার ব্যাপক ক্ষতি হবে। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে মাথায় হাত দিয়ে পথে বসতে হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়ায় উপজেলায় ৮৭ হেক্টর জমির আমন ক্ষেত পানিতে ডুবে গেছে। তবে সরকারিভাবে এর পরিমান অনেক বেশি।

উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ রাশিদুল কবির জানান, ইউরিয়ার সার ও জমির আশেপাশে বাড়ি থেকে ধেঁয়ে আসা মাটি জমিতে প্রবেশ করার কারণে ধান ক্ষেত নুয়ে পড়েছে। যে সমস্ত আমন ক্ষেত পানির নিচে ডুবে গেছে, সে সমস্ত ক্ষেতের ক্ষতির সম্ভবনা বেশি। আর সে সমস্ত ক্ষেত নুয়ে পড়েছে তার ক্ষতির পরিমান কম হবে।

তিনি আরও বলেন, ঝড়ো হাওয়ায় অনেক ধান ক্ষেতের পোকা মাকড় ধ্বংস হয়েছে। সে ক্ষেত্রে কৃষক অনেক উপকৃত হবেন।

কেএস 

Link copied!