পটুয়াখালী প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২২, ১২:৪০ পিএম
পটুয়াখালী প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২২, ১২:৪০ পিএম
পটুয়াখালীর প্রতাপপুর লঞ্চঘাটে নোঙ্গর করা ইটভর্তি ট্রলার ডুবিতে নিখোঁজ নূর ইসলাম (৪০) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ডুবুরীদল ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারের ভিতর থেকে মৃত অবস্থায় নূর ইসলামের লাশ উদ্ধার করে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চঘাটে নোঙ্গর করা অবস্থায় ঘুর্ণিঝড়ে দমকা হওয়ার ঝাপটায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের মালিক জলিল মোল্লা ট্রলারে ছিল তিনি ট্রলারটি ডুবে গেলে তীরে উঠে আসতে সক্ষম হন।
জানা গেছে, পটুয়াখালীর একটি ইট ভাটা থেকে ট্রালার মালিক জলিল মোল্লা ২৫ হাজার ইট নিয়ে মুরাদিয়া যাচ্ছিলেন। ওই ট্রলারেই কাজ করতেন সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাজিরপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে নূর ইসলাম। ঘূর্ণিঝড়ের খবরে ইটভর্তি ট্রলার লঞ্চঘাটে নোঙ্গর করে রাখা হয়। পরে রাতে ঘুর্ণিঝড়ের কারনে ডুবে গিয়ে নূর ইসলাম নিখোঁজ হন।
কেএস