Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

রৌমারীতে বৃষ্টি ও দমকা হাওয়ায় কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২২, ০৫:৩২ পিএম


রৌমারীতে বৃষ্টি ও দমকা হাওয়ায় কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দু’দিনের হালকা বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়ায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় অনেক গাছপালাসহ বেশকিছু মাঠে আধা কাঁচা ধান মাটিতে নুয়ে পড়ে পানিতে ডুবে ও ধানের কুশি ভরা ফুল ঝরে পড়ে কৃষককের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সরেজমিনে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরগয়টা পাড়া গ্রামের কৃষক মোঃ রমজান আলী বলেন, আমার ২ বিঘা জমিতে বিনা ৭ ধান রয়েছে তার মধ্যে বেশির ভাগ ধান মাটিতে নুয়ে পড়ে গেছে।

কাউনিয়া চর গ্রামের কৃষক সাকুয়াত হোসেন বলেন, এলোমেলো দমকা হাওয়ায় আমাদের সব ধান মাটিতে পড়ে গেছে।

এ অবস্থায় মাটিতে নুয়ে পড়া ও পানিতে ডুবে থাকা ধান পরিপূর্ণ পুষ্ঠ না হওয়া ধানের ফলন অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানার তারা। তাছাড়া কুশি ভরা ধানের ফুল ঝড়ো বাতাসে পড়ে যাওয়ায় পরাগায়ন না হলে চিটা হয়ে যেতে পারে এমন আশংকা করছেন এ অঞ্চলের কৃষকরা।

উপজেলার কেল্লা বাড়ি গ্রামের কৃষক আঃ বাতেন ও আমির হামজা বলেন হালকা বৃষ্টি
ও দমকা ঝড়ো হাওয়ায় আমাদের আধা পাঁকা বিনা-৭,গুটি স্বর্ণা, এজেড ধানের ক্ষেত একেবারেই লন্ড ভন্ড হয়ে গেছে। দেখলে মনে হয় পাঁকা ধান ক্ষেতে যেন কেউ মই দিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৮ হাজার ২শ ২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। এবছর উপজেলায় সর্বোচ্চ রোপা আমন ধানের চাষ হয়েছে।

উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার আমিনুল ইসলাম (কাজল) বলেন, উপজেলায় ৩০০ জন কৃষকের প্রায় ৩৫ হেক্টর জমির রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আবহাওয়া অনুকুলে আসলে খুব তাড়াতাড়ি পড়ে যাওয়া ধান গাছ গুলো আবার সোজা হয়ে গেলে ফসলের ক্ষতি একটু কম হবে।

কেএস 

Link copied!