Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের নাগরিকের মৃত্যু

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

অক্টোবর ২৫, ২০২২, ০৬:৪৫ পিএম


টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের নাগরিকের মৃত্যু

টেকনাফের স্থলবন্দরে পন্য নিয়ে আসা জাহাজে মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ঝড়ো হওয়ার কবলে জাহাজের উপর ডেক থেকে নিচে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।

মৃত ব্যক্তি নাম শৌমিং (৭১), মিয়ানমারের আকিয়াব শহরের ঢৌমিং এর ছেলে। তিনি মিয়ানমার থেকে পন্য নিয়ে আসা জাহাজটির বার্বুচি ছিলেন।

মো. জসিম উদ্দিন জানান, এক সপ্তাহ আগে পন্য নিয়ে আসা জাহাজটি বন্দরে অবস্থান করছিল। সোমবার রাতে রান্নার কাজ শেষে জাহাজে থাকা অন্যান্যদের খাবার বিতরণ সময় ঝড়ো হওয়ার কারণে জাহাজের উপর ডেক থেকে নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। মৃতদেহ জাহাজে রয়েছে। মঙ্গলবার সময় কোন সময় জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা দেবে।

কেএস 

Link copied!