Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রেস কাউন্সিল পদক পেলেন সৈয়দ মনির

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২২, ০৭:০৮ পিএম


প্রেস কাউন্সিল পদক পেলেন সৈয়দ মনির

গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২২ পেলেন ফেনী‍‍`র সোনাগাজীর সন্তান সাংবাদিক সৈয়দ মনির আহমদ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ সৈয়দ মনির আহাম্মদ‍‍`র হাতে পদক ও চেক তুলে দেন।

তিনি দেশের শীর্ষস্থানীয় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, ফেনী সাংবাদিক ইউনিয়ন’র কোষাধ্যক্ষ ও ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনীর ডাক’র নির্বাহী সম্পাদক।

অনুষ্ঠানে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম’র সভাপতিত্বে ও সচিব মো: শাহ আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হাসানুল হক ইনু এমপি, প্রেস কাউন্সিল সদস্য ইকবাল সোবহান চৌধুরী, জুরিবোর্ড চেয়ারম্যান নুরুল হুদা।

এ বছর ৭ জনকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পদক ও আর্থিক সম্মাননা দেয় বাংলাদেশ প্রেস কাউন্সিল।

কেএস 

Link copied!