Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি’র শ্রদ্ধা নিবেদন

সাহিদুল ইসলাম ভূঁইয়া

অক্টোবর ২৫, ২০২২, ০৭:২২ পিএম


বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি’র শ্রদ্ধা নিবেদন

জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিছুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) বিপ্লব কুমার সরকার, সাঈদূর রহমান খান, মাশরুকুর রহমান খালেদ, রাজবাড়ীর পুলিশ সুপার মো. শাকিলুজ্জামান, ফরিদপুরের পুলিশ মো. শাহজাহান, মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে, ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এআই 

Link copied!