Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসিকে বদলি

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

অক্টোবর ২৬, ২০২২, ১২:৪৬ পিএম


সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসিকে বদলি

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন সই করা এক অফিস আদেশে তাদের এ বদলি করা হয়।

বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সামিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে পাবনা জেলা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেনকে বগুড়া জেলায় বদলির আদেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সামিউল আলম বলেন, জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে।

কেএস 

Link copied!