Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ড্রেজার ডুবি: ৪ জনের দাফন সম্পর্ণ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২২, ১১:০৭ এএম


ড্রেজার ডুবি: ৪ জনের দাফন সম্পর্ণ

ঘূর্ণিঝড় সিত্রাং এ চট্টগ্রামের মীরসরাইয়ে বালুর ড্রেজার ডুবে নিখোঁজ একই গ্রামের ৮ শ্রমিকের মধ্যে ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। উদ্ধার হওয়া আরও একজনের মরদেহ এখন এসে পৌঁছায়নি। এখনও নিখোঁজ রয়েছে তিনজন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭ টায় সদর উপেজলার চর জৈনকাঠী মোল্লা বাড়ির সামনের মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়রাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শরীক হন। জানাযায় বিভিন্ন এলাকা থেকে কযেক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এই ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

জানাযায় সদর উপেজলা সহকারী কমিশনার ভুমি এসিল্যান্ড মো. আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান সৈয়দ মহসীনসহ  এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি নিহত পরিবারকে ১০ হাজার টাকা ও মালিক পক্ষ থেকে এক লক্ষ টাকা করে সহযোগিতার কথা জনিয়েছেন সদর উপজেলা প্রশাসন। ইমাম মোল্লা, মাহামুদ মোল্লা, আল আমীন, জাহিদ ফকিরের জানাজা সম্পন্ন হয়েছে।

কেএস 

Link copied!