Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি, নিহত ২

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

অক্টোবর ২৭, ২০২২, ১২:১১ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‍‍`ঘর থেকে তুলে এনে‍‍` দুষ্কৃতিকারিরা গুলি করে দুই রোহিঙ্গাকে খুন করেছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এডিআইজি মো. হারুন-উর-রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল, উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং ক্যাম্পটির একই ব্লকের বাসিন্দা মোহাম্মদ কাসিমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০)।

স্থানীয়দের বরাতে হারুন-উর-রশীদ বলেন, বুধবার রাতে উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের সাব ব্লক-৭৬ এ খাবার খেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে আয়াত উল্লাহ ও মোহাম্মদ। ভোর রাতের এক পর্যায়ে একদল দুষ্কৃতিকারি দরজা ভেঙে ঘর থেকে ঘুমন্ত অবস্থায় তাদের তুলে আনে।

"পরে দুইজনকে ঘরের বাইরে আনার পর দুষ্কৃতিকারিরা উপুর্যুপুরি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ ইয়াছিনের মৃত্যু এবং আয়াত উল্লাহ আহত হয়।"

এডিআইজি বলেন, "খবর পেয়ে এপিবিএন এর একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়। পরে আহত আয়াত উল্লাহকে উদ্ধার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে এপিবিএন অভিযান চালাচ্ছে বলে জানান হারুন-উর-রশীদ চৌধুরী।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বুধবার ভোর রাতে বালুখালী ১০ নম্বর ক্যাম্পের এফ-১৬ ব্লকে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়।

এ নিয়ে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই জন কমিউনিটি নেতা (মাঝি) ও এক শিশুসহ মোট ৭ রোহিঙ্গা নিহত হয়েছে।

কেএস 

Link copied!