অক্টোবর ২৭, ২০২২, ১২:৪০ পিএম
ভোলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগের হামলার অভিযোগ উঠেছে এতে যুবদলের ৪০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করছে যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের সময় ভোলার চরফ্যাশনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় উপজেলা যুবদল সভাপতি দিপু ফরাজীসহ ৪০জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়া সাবেক এমপি নাজিমউদ্দীন আলমের বাসভবন ভাংচুর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক স্থানীয়ি এমপি নাজিম উদ্দীন আলম আমার সংবাদকে বলেন, দুজন গুরুতর আহত নেতাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত অন্যান্য নেতাকর্মীদের চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে।