Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মোটরসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলছাত্রের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২২, ০১:১৬ পিএম


মোটরসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লিটন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ফলদা ঘোনার পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন জোতআতাউল্লাহ গ্রামের আয়নাল হকের ছেলে এবং ফলদা রামসুন্দর ইউনিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার দুই বন্ধু শাওন ও মারুফ সহ জয়নাল নামের পথচারী আহত হয়। আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ৯ম শ্রেণিতে পড়ুয়া ঐ তিন বন্ধু প্রাইভেট পড়তে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। তাদের মোটরসাইকেলটি ফলদা ঘোনার পাড়া এলাকায় পৌঁছলে প্রথমে পথচারি জয়নালের সাথে ধাক্কা লাগার পর ওয়ালের সাথে ধাক্কা লাগে। এতে চারজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আহত শাওন, মারুফ ও জয়নালের অবস্থা গুরুতর হওয়া তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

কেএস 
 

Link copied!