Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সরাইলে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২২, ০৩:২৩ পিএম


সরাইলে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে রহমত উল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) ওই যুবককে উপজেলার পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়েরের পর বুধবার বিকেলে রহমত উল্লাহকে আদালতে পাঠিয়েছে সরাইল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরেও সে ওই ছাত্রীকে স্কুলের সামনে ইভটিজিং করে। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রহমত উল্লাহকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পানিশ্বর বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ দাস জানান, ইভটিজিংয়ের অভিযোগে যুবককে আটকের পর থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেএস 

Link copied!