Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২২, ০৪:১৬ পিএম


মির্জাপুরে ইয়াবা ও নগদ টাকাসহ নারী আটক

টাঙ্গাইলের মির্জাপুরে ৪২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরীগ্রাম থেকে ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

আটককৃত ওই নারী চিতেশ্বরীউত্তর মাটিয়াখোলা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী আছমা বেগম (৪৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতেবুধবার বিকেলে দেওহাটা ফাঁড়ির ইনচার্জ এস.আই আইয়ুবের নেতৃত্বেচিতেশ^রী এলাকার ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮২ হাজার টাকা জব্দ করা হয়। প্রসঙ্গত, তারা স্বামী-স্ত্রী দুজনেই এ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, আটক ওই নারী দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে।

কেএস 

Link copied!