Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণপাড়ায় ডাকাত দলের ৩ সদস্য আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২২, ০৪:৪৫ পিএম


ব্রাহ্মণপাড়ায় ডাকাত দলের ৩ সদস্য আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। 
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে মকিমপুরে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্তত আরও ১২ জন ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকার মোঃ বিল্লাল হোসেন (৪০), জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার মোঃ জীবন মিয়া (২৩) ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি এলাকার মোঃ রাসেল (২৭)। গ্রেপ্তারকৃতদের মধ্যে জীবন মিয়া  ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে ৬টি করে ডাকাতি মামলা রয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।

কুমিল্লা কোর্ট পুলিশ পরিদর্শক মজিবুর রহমান জানান, আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কেএস 

Link copied!