Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নিজ কন্যা শিশুকে হত্যা করে থানায় হাজির মা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২২, ০৫:৪৩ পিএম


নিজ কন্যা শিশুকে হত্যা করে থানায় হাজির মা

জয়পুরহাট পৌর শহরের ৪ বছরের নিজ সন্তানকে চার্জার তার দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আপন মা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে পৌর শহরের বারিধারা মহল্লায় এই ঘটনাটি ঘটে। হত্যা নিশ্চিত করে থানায় গিয়ে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছেন মা।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল ইসলাম।

নিহত ওই শিশু কণিনীকা (৪) ব্যাংক কর্মকর্তা নয়ন কুমার পালের মেয়ে। কণিনীকার বাবার বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তারা এখানে ভাড়া থাকত বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেএস 

Link copied!