Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র ছিনতাই

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২২, ০৬:২৩ পিএম


মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র ছিনতাই

নেত্রকোনার বারহাট্টায় মারধর করে বীর মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র ও টাকা ছিনতায়ের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার সন্ধ্যায় বারহাট্টা শহরের গোপালপুর পশ্চিম বাজারে এ মারধর ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ রাতেই ছিনতাইয়ে জড়িত তিন জনের নামে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর নাম মো. লিটন মিয়া। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ইন্নছ আলী আকন্দের ছেলে।

আর অভিযুক্তরা হলেন, উপজেলার আসমা গ্রামের মো. মঞ্জুরুল হক খানের ছেলে মো. ফজলে রাব্বী (২৬), হরিয়াতলা গ্রামের মো. রাজন মিয়া (২৫) ও একই গ্রামের জিহাদ হাসান ওরফে মিস্টার (২৭)।

অভিযোগ সূত্রে জানা গেছে, লিটন মিয়াকে বুধবার সন্ধ্যায় শহরের গোপালপুর পশ্চিম বাজারের একটি দোকানে ডেকে নিয়ে পুরনো ঘটনার জেরে অহেতুক অশালীন গালাগাল করে ফজলে রাব্বী। এর প্রতিবাদ করায় রাব্বী তার দুই সহযোগী রাজন ও মিস্টারকে নিয়ে লিটন মিয়াকে মারধর করে। এক পর্যায়ে লিটনের কাছে থাকা তার বাবার মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্রটি ছিনিয়ে নেয়। সেইসাথে তার কাছে থাকা ৪২ হাজার ৫০০ টাকাও ছিনিয়ে নেয় ওই তিনজন। এ ঘটনায় রাতে থানায় অভিযোগ দায়ের করেন লিটন। গত মঙ্গলবার উপজেলা প্রশাসন লিটনকে তার মৃত বীর মুক্তিযোদ্ধা পিতার ডিজিটাল সনদ পত্র দেয়।

চেষ্টা করেও প্রধান অভিযুক্ত মো. ফজলে রাব্বীসহ অন্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কেএস 

Link copied!