Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কৃষকলীগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২২, ১০:৪৯ এএম


ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কৃষকলীগ

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন মাস্টার ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) রাতে জেলা পরিষদ ডাক বাংলো গিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এর আগে নবাগত সভাপতি, সাধারণ সম্পাদক কৃষকলীগের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

গত বুধবার উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

এতে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সদস্য হোসনে আরা, কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জামালপুর জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় কৃষক লীগ এবং উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

পরে নুরুল ইসলামকে সভাপতি এবং মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘদিন পর নতুন কমিটি পেয়ে প্রধানমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রীসহ নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।

টিএইচ

Link copied!