Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২২, ০৫:৪৪ পিএম


বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

‍‍`কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র‍‍` শ্লোগানে সারাদেশের ন্যায় একযোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করলো চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।

সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ, আমন্ত্রিত অতিথি ও কমিউনিটি পুলিশিং সদস্যদের উপস্থিতিতে জেলার সদর থানা চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে ‍‍`কমিউনিটি পুলিশিং ডে-২০২২‍‍` এর আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। পরবর্তীতে শহীদ হাসান চত্বরস্থ মাথাভাঙ্গা নতুন ব্রীজ থেকে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়।

চুয়াডাঙ্গা জেলা ডিসি সাহিত্য মঞ্চে ‍‍`কমিউনিটি পুলিশিং ডে-২০২২‍‍` উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ্ আল-মামুন। 

প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, বিভাগীয় সমন্বয়ক নিজামুল হক মোল্লা, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক প্রফেসর কামরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার- ফোর্স।

অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশিং কমিটির গুরুত্ব ও সমাজের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভুমিকা তুলে ধরেন। তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজতর হয়। সমাজ থেকে মাদক, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় পুলিশ সুপার বলেন ‍‍`বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিল পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। তাঁরই ধারাবাহিকতায় আজ দেশ-জাতি সমৃদ্ধির পথে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদ সদস্যদেরকে, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোন, যাদের রক্তের বিনিময়ে সর্বোচ্চ ত্যাগে আজকের এই স্বাধীন বাংলাদেশ। কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উদযাপনের মাধ্যমে জনগণ ও পুলিশের মাঝে আন্তরিকতা, সহযোগিতা, স্বতঃস্ফূর্ততা আরও বৃদ্ধি পাবে, যা আগামী দিনগুলোতে নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে। চুয়াডাঙ্গা জেলার আইন শৃঙ্খলা রক্ষাসহ সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে পুলিশকে তথ্য দিয়ে সাধারন মানুষের সহযোগিতার আহব্বান জানান।

পরিশেষে, তিনি বঙ্গবন্ধুর হাতে গড়ে ওঠা বাংলাদেশ পুলিশ কমিউনিটি পুলিশিং চর্চার মাধ্যমে জনগণের সহযোগিতায় জনপ্রত্যাশা পূরণ করে ‘জনগণের পুলিশ’ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইএফ

Link copied!