Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২২, ০৭:০৬ পিএম


মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ও মাহমুদপুর ইউনিয়নে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মো. লিচু মিয়া (৪০) ও আজাদ (২৭) নামে এক ব্যবসায়ী ও অটো চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকেল নাংলা ইউনিয়নের দেউলাবাড়ী এলাকায় ও মাহমুদপুর ইউনিয়নে ‌ খাসিমারা এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লিচু মিয়া(৪০) ৪ নং ইউনিয়নের দেউলাবাড়ী এলাকার সাহেব আলীর ছেলে। ও ৩ নং মাহমুদপুর ইউনিয়নের  আজাদ মিয়া (২৭) খাসীমারা এলাকার জিন্দাল মিয়া ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোসল করে কাপড় রোদে শুকাতে দিতে গিয়ে বৈদ্যুতিক লাইনের সঙ্গে থাকা হাত লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘটনাস্থলে লিচু মিয়ার মৃত্যু হয়। এদিকে মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা এলাকার আজাদ শনিবার দুপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় ঘটনাস্থলেই বিদ্যুতায়িত মৃত্যু হয়।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আয়েশা আক্তার অটোরিকশা চালক আজাদের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন দেউলাবাড়ী এলাকার বিদ্যুৎস্পৃষ্টে মো. লিচু মিয়ার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

কেএস 

Link copied!