Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হানিফ

‘মির্জা ফখরুল কিভাবে এত নির্লজ্জ’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২২, ০৭:২৫ পিএম


‘মির্জা ফখরুল কিভাবে এত নির্লজ্জ’

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি তিনি বলেছেন, মির্জা ফখরুল একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কিভাবে এত নির্লজ্জ হতে পারেন? আমি মির্জা ফখরুলকে বলবো এখন দেশে বিদ্যুৎ আছে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আপনারা কি রেখেছিলেন। এক সময় ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা বিদ্যুৎ থাকতো না। তখন দেশের মানুষ কত কষ্টে ছিলো চিন্তা করা যায় না। এখন ক্ষমতায় আসার লোভে ল্যাম্প পোস্টের আলোর নীচে হারিকেন নিয়ে দাঁড়িয়ে তারা বিদ্যুতের দাবি জানায়। কি হাস্যকর।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি এসব কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ আরো বলেন, যুদ্ধের কারনে সারা বিশ্বেই সংকট চলছে। অথচ মির্জা ফখরুলরা সেই ভাঙ্গা রেকর্ডার বাজিয়ে যাচ্ছেন। করোনা দূর্যোগ যেভাবে মোকাবেলা করা হয়েছে তা পুরো পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা। এরপরেও চলছে ভাঙ্গা রেকর্ডার বাজানো।

হানিফ বলেন, এখন বিএনপির নেতারা বলছেন টেক ব্যাক বাংলাদেশ। এর মানে কি বাংলাদেশকে আবার পিছনে ফিরিয়ে নেয়া। ২০০৬ এর দিকে নেয়া। পাকিস্তানি আমলে ফিরিয়ে নেয়া। হ্যাঁ তারা এটাই লালন করেন। এ জন্যই তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। পাকিস্থানকে যদি এতই ভালো লাগে আমি বলবো গো ব্যাক পাকিস্থান। চলে যান পেয়ারে পাকিস্তানে। আপনাদেরকে সেখানেই মানায়। বিএনপির আমলে শাহ এমএস কিবরিয়া, আইভী রহমানসহ হাজার হাজার নেতাকর্মী মেরে ফেলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ২৩ বার হত্যার চেষ্টা করা হয়েছিলো। সেদিন ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত আইভী রহমানসহ নেতাকর্মীদের হাসপাতালে ফেলে রাখা হয়েছে। ড্যাবের চিকিৎসকরা আসেননি চিকিৎসা দিতে। তখনই বুঝেছিলাম কি ষড়যন্ত্র সেদিন করা হয়েছিলো। এখন আপনাদের মুখে মানবতার কথা মানায় না। রাস্তায়য় রাস্তাায় ঘুরতে হবে বিএনপির নেতাকর্মীদের। চোখের পানি ফেলতে। এটা বাংলাদেশ আওয়ামী লীগ। একটা দেশপ্রেমের চেতনায় উদ্ভুত দল আওয়ামী লীগ। গণতন্ত্রের বিশ্বাসী একটি দল। তাই আমরা আপনাদেরকে সভা সমাবেশ করতে দিচ্ছি। তার মানে মনে করছেন আওয়ামী লীগকে নাড়া দিলেই পরে যাবে এমন স্বপ্ন দেখা বন্ধ করুন। আওয়ামী লীগ কচু পাতার পানি নয়।

সভায় ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন অর্থমন্ত্রী আহম লোটাস কামাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এর আগে সকাল ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরেই পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভা শেষে পুনরায় গোলাম সারওয়ারকে সভাপতি ও হাজী আবদুর রহিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়। এ সময় অতি দ্রুত জেলা নেতৃবৃন্দের কাছে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব দেয়ার জন্য আহবান জানানো হয়।

কেএস 

Link copied!