Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিরাজদীখানে ভোক্তা অধিকার আইন অবহতিকরণ বিষয়ক সেমিনার

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২২, ০৬:৫৯ পিএম


সিরাজদীখানে ভোক্তা অধিকার আইন অবহতিকরণ বিষয়ক সেমিনার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৩০ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহামিনা আক্তার তুহিন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.বেলায়েত হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজদীখান জোনাল অফিসের ডিজিএম খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী আক্তার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্ত পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা,পুলিশ পরির্দশক (তদন্ত) মো.আজগর হোসেন, কয়াইন ইউপির চেয়ারম্যান মো.আশ্রাফ আলী,লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক, বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ, ইছাপুরা ইউপির চেয়ারম্যান মো.সুমন মিয়া, কোলা ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এআই

Link copied!