Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২২, ০৪:১০ পিএম


ফুলবাড়ীতে সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ রফিকুল ইসলামের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দিনব্যাপী এ বিদায় অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি মজিবর রহমান সরকারের সভাপতিত্বে ও ইতিহাস বিভাগের প্রভাষক সঙ্কর সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান শেখ, বিশেষ অতিথি নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ কলেজের অধ্যক্ষ হযরত আলী খন্দকার, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।

বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল কলেজ শিক্ষক মোফাজ্জল হোসেন লায়ন, কলেজ প্রভাষক, কার্তিক চন্দ্র সরকার, শাহিনা সরকার, বড়লই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোখলেসুর রহমান বাহাদুর, শিক্ষার্থী আশামনি ও মমিনুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষের এ কলেজের কর্মজীবনে নানা বিষয় স্মৃতিচারণ এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কেএস 

Link copied!