Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

মাদারীপুরে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২২, ০৫:০২ পিএম


মাদারীপুরে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে দুদকের অভিযান

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিটি (দুদক) এর মাদারীপুরের সমন্বিত কার্যালয়ের কর্মকর্তরা।

এসময় দুদুকের কর্মকর্তারা ২০২১-২০২২ অর্থ বছরের সকল ধরণের আর্থিক কার্যক্রমের বিল-ভাউচার চেক করেন।

দুদুকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ২০২১-২০২২ অর্থ বছরে বিভিন্ন ভুয়া বিল ভাউচার করে অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছে কার্যালয়ের কর্মকর্তারা। এই অভিযোগ এক ব্যক্তি দুদকের প্রধান কার্যালয়ে করলে অফিসের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় কেন্দ্রের প্রকল্প পরিচালক ও মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. ছালেহ উদ্দিন বিভিন্ন বিল ভাউচার দেখান। সেগুলো ফটোকপি সংগ্রহ করা হয়েছে। তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা বলা যাবে।

তিনি আরো বলেন, মাদারীপুরে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি নামে একটি প্রকল্প চলমান রয়েছে। এতে বিভিন্ন ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মাসাতের অভিযোগ উঠেছে। ফলে দুদকের এই অভিযান। এসময় গবেষণা কেন্দ্রের স্টোর রুম, অফিসিয়াল রুমসহ নানা স্থান পরিদর্শণ করা হয়।

কেএস 

Link copied!