ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২২, ০৬:৪৭ পিএম
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২২, ০৬:৪৭ পিএম
ভেড়ামারা উপজেলায় কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপির মাঠকর্মী মাঝে ১২টি ল্যাপটপ কম্পিউটার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাচাই প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন এর তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনার সিএইচ সিপি-র মাঠ কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে ১২ জনকে বিনামূল্যে ল্যাপটপ কম্পিউটার প্রদান করা হয়।
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রাম অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১২ জন কমিউনিটি ক্লিনিকের সি এ ইচ সিপি মাঠ কর্মীদের বিনা মুল্যে ল্যাপটব কম্পিউটার বিতরন করা হয়।
তিনি আরো বলেন, গ্রামে বসে দ্রুত রিপোর্ট দিতে পারে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল আমিনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
কেএস