Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আরও আড়াই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ কক্সবাজার সৈকতের

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২২, ০৬:৫০ পিএম


আরও আড়াই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ কক্সবাজার সৈকতের

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে আরও ২৬০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন ও উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সৈকতের সুগন্ধা থেকে লাবনী পর্যন্ত এ অভিযান চালায়। এর আগে গত ১০ অক্টোবর একই স্থান থেকে আরও ৪১৭ দোকান উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছোট-বড় ২৬০ টি দোকান উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার জানান, গত ১০ অক্টোবর সৈকতের ৪১৭ টি দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু মহামান্য আপীলেট ডিভিশন কর্তৃক ২৩৩ টি দোকানকে মালামাল সরিয়ে নেয়ার জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়। তাই সোমবার (৩১ অক্টোবর) ২৩৩টি দোকানসহ মোট ২৬০ টি দোকান উচ্ছেদ করা হয়।

প্রসঙ্গত এ উচ্ছেদ সংক্রান্ত আদেশ নিয়ে গত ১৯ অক্টোবর কক্সবাজারের জেলা প্রশাসককে কঠোরভাবে ভৎসনা করেন এবং আদালতের আদেশ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

কেএস 

Link copied!