Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

করিমগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

নভেম্বর ১, ২০২২, ০১:৫৫ পিএম


করিমগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া, কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাফরাবাদ ইউনিয়নের আমলিতলা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সদস্য অধ্যক্ষ সুখেন্দ্র শেখর বৈদ্য। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য সিরাজুল ইসলাম হাওলাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্যনির্বাহী সদস্য শহিদুল হক সুমন, কাদিরজঙ্গল ইউনিয়ন আ.লীগের সভাপতি আলী আসকর খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক রবিন মাহমুদ, গুজাদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ, জাফরাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি আওয়াল, সাধারণ সম্পাদক দিলাল বাদশা, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী আজিজুল হক কামাল।

সম্মেলনের শুরুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রয়াত সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কেএস 
 

Link copied!