Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২২, ০৩:৫৫ পিএম


ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা নিবাসী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বাবু পোদ্দার সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের জ্যেষ্ঠ পুত্র।

পরিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বাবু পোদ্দার দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর দুইটায় শাহ বাজার আবুল হোসেন সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বাবু পোদ্দার এর প্রতি রাষ্ট্রীয় সম্মান ও সশস্ত্র সালাম নিবেদন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন। এরপর সেখানেই দুপুর আড়াইটায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের বসতবাড়ি সংলগ্ন পারিবারিক করস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কেএস 

Link copied!