Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় পাঁচ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২২, ০৪:৩২ পিএম


ভালুকায় পাঁচ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী

ময়মনসিংহের ভালুকায় আব্দুস সালাম শেখ (৪৪) নামে এক বাকপ্রতিবন্ধী বাড়ি থেকে বের হওয়ার পর পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার রাজৈ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পনাশাইল গ্রামের মৃত আলিম উদ্দিন শেখের ছেলে।

নিখোঁজ ব্যক্তির ছোট ভাই সাত্তার শেখ জানান, গত শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় বাকপ্রতিবন্ধী আব্দুস সালাম শেখ। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন এলাকায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়েও তার কোনো সন্ধান না পেয়ে গত ৩০ অক্টোবর ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং-১৪০০) করা হয়। ওই বাক প্রতিবন্ধীর শ্বশুরবাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আব্দুস সালাম নামে এক বাকপ্রতিবন্ধী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পরিবারের পাশাপাশি পুলিশও তাকে উদ্ধারে কাজ করছে।

কেএস 

Link copied!