Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আড়াইহাজারে শ্রমিকবাহী লেগুনা উল্টে নিহত ১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২২, ০৫:১২ পিএম


আড়াইহাজারে শ্রমিকবাহী লেগুনা উল্টে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সোহেল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে হাইজাদী ইউনিয়নের কাহিন্দী রামনগর গ্রামের নুরইসলামের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশনন্দী সড়কের ঝাউগড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রমিকবাহী এই লেগুনায় ভাই ভাই স্পিনিং মিলের ১১ জন নারী-পুরুষ শ্রমিক ছিল। তবে অন্য শ্রমিকদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। লেগুনার চালক আল-আমিন স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কা জনক অবস্থায় তাকে লেগুনার নিচে থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজমুল মনির সোহেলকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল মাত্র দুই মাস আগে বিয়ে করেছেন বলে এলাকাবাসি জানান।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্র্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএস

Link copied!