Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বোয়ালখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২২, ০৩:১১ পিএম


বোয়ালখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উপজেলার শাকপুরা ইউনিয়নে সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে ওই ইউনিয়নের পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী পশ্চিম শাকপুরা ১নং ওযার্ডের আনজুর বাপের বাড়ির মৃত মোঃ আলীর মেয়ে তানজিনা আকতার (৯)।  তিনি স্থানীয় আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক মানিক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তানজিনার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সাপে কাটার দাগ পাওয়া গেছে বলেও জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে বলে জানান, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক।

কেএস 

Link copied!