Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পুনাক খাগড়াছড়ি’র উদ্যোগে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২, ২০২২, ০৫:৫২ পিএম


পুনাক খাগড়াছড়ি’র উদ্যোগে এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক খাগড়াছড়ি এর উদ্যোগে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসার শতাধিক ত্রতিম, দুস্থ, শিশুদের মাঝে খাবার ও ফল, হিজাব বিতরণ করেছেন পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।

বুধবার (২ নভেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর আয়োজনে মাটিরাঙ্গা পৌরসভার নতুন পাড়া ২নং ওয়ার্ডে অবস্থিত মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসার শতাধিক ত্রতিম, দুস্থ, শিশুদের মাঝে খাবার ও ফল, হিজাব বিতরন অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি খাগড়াছড়ি পুনাক এর সভানেত্রী রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

উন্নত মানের খাবার মধ্যে ছিল পোলাও মুরগির রোস্ট, মাছ, ডিম, ডাল, ফলের মধ্যে আপেল, মাল্টা, আঙ্গুর, কলা, ড্রাগন, জামুরা।

মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় এসময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, মানিকছড়ি সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: কামরুজ্জামান, মাটিরাঙ্গা থানা সার্কেল সহকারি পুলিশ সুপার মো: মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা থানার ট্রাফিক ইন্সপেক্টর মো:জয়নাল আবেদীন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সহধর্মিনী নাহিদ ডাক্তার, খাগড়াছড়ি ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দের সহধর্মিনী শ্রাবণী পাল, পুনাকের সদস্য উপ-পরিদর্শক শাহিনুর আক্তার, মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো:আব্দুল কাদের, মাদ্রাসার পরিচালক মাওলানা মো: কাউছার, মাটিরাঙ্গা প্রেস-ক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নালসহ মাদ্রাসার শিক্ষার্থী পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, আত্মমানবতার সেবায় সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে পুনাক এরই  ধারাবাহিকতায় জেলার প্রত্যান্ত অঞ্চলের ৯টি থানার অসহায় মানুষের জন্য কাজ করবে পুনাক।  পুনাক খাগড়াছড়ি এর  উদ্যোগে মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার, ফল, হিজাব বিতরণ করেছে পুনাকের এধারা ভবিষৎতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম বলেন, এতিমরা সাহায্য চায় না এতিমরা চায় তাদের অধিকার। খাগড়াছড়ি জেলা সদরে পুনাকের  উদ্যোগে জেলা শহরে এতিম দুস্থ শিশুদের উন্নতমানের  খাবার, ফল বিতরনের মধ্যে দিয়ে পুনাকের মানবিক কার্যক্রম শুরু করে জেলা বাহিরে মাটিরাঙ্গাতে ক্বারিম আল-মহিলা হাফেজিয়া মাদ্রাসার এতিমদের জন্য উন্নতমানের খাবার, ফল, হিজাব বিতরণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন পুনাক সভানেত্রী কে স্বাগত জানিয়ে তিনি বলেন, পুনাক আলাদা কিছু নয় পুনাক আমাদের পুলিশের নারী সদস্যদের নিয়ে পুনাক খাগড়াছড়িতে পুলিশ সুপারের পদ সৃষ্টি হওয়ার পর থেকে পুনাক সৃষ্টি হয় স্থবিরতার কারণে বিভিন্ন কার্যক্রমকে প্রকাশ করতে পারেনি পুনাক ইতিমধ্যে স্থবিরতা কাটিয়ে পুনাকের কাজের গতি ফিরে এসেছে পুনাক জেলা শহরের বাহিরে প্রত্যান্ত অঞ্চলে অসহায় মানুষের মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে পুনাক পর্যায়ক্রমে জেলার ৯টি থানায় কাজ করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, পুনাক শুধু এতিম ও দুস্থদের জন্য কাজ করেনা পুনাক সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে বলে জানান তিনি।

মাদ্রাসার আলোচনা সভাশেষে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গণে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম এর সহধর্মীনি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী আম্রপালি গাছের চারা রোপন করেন।

কেএস 

Link copied!