Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নার্সদের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

নভেম্বর ২, ২০২২, ০৮:৩৮ পিএম


টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নার্সদের কর্মবিরতি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত দুইজন নার্সের সাথে অশালীন আচরণের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন নার্সরা।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে সকাল ১০ টা পর্যন্ত জরুরী বিভাগ ব্যতিত ওয়ার্ডগুলোতে কর্মবিরতি পালন করা হয়। এতে চরম দুর্ভোগে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। পরে হাসপাতালের তত্ত্বাধায়ক অভিযুক্ত ডা. মোখলেসুর রহমান ও ডা. আসজাদুর রহমান শোভনের বিরুদ্ধে বিচারের আশ্বাস দিলে নার্সরা কর্মস্থলে ফিরে যান।

জানা যায়, মঙ্গলবার দুপুরে দিকে অপারেশন থিয়েটারে অস্ত্রপচার করার আগে টেবিল অগোছালো থাকার কারণে সেখান দুইজন নার্সকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অর্থপেডিক সার্জন ডা. মোখলেসুর রহমান ও ডা. আসজাদুর রহমান শোভন। পরে অশালীন আচরণের কারণে নার্সরা অপারেশন টেবিলে রোগী রেখে বাইরে চলে যায়। পরে ওইদিন দুই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় নার্সরা। এতে দুই চিকিৎসকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন তারা। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক তাদের বিচারের আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক নার্সরা জানান, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাবেয়া খাতুন ও সিনিয়র স্টাফ নার্স দীপ্তি রানী পাঠক অপারেশন থিয়েটারে দায়িত্বপালন করছিলেন। এসময় অপারেশন টেবিলের একটি নাট ও সেটি পরিস্কার না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন দুই চিকিৎসক। পরে তাদের শাস্তির দাবীতে সকালে কর্মবিরতি পালন করা হয়।

হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. আসজাদুর রহমান শোভন জানান হাসপাতালে দুইজন ভিআইপি রোগীর অপারেশন হচ্ছিল। অপারেশন টেবিল অগোছালো ও পরিস্কার না হওয়ায় নার্সদের কিছু কথা বলা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে যায় রোগী রেখে। বারবার তাদের ডাকার পরও আসেনি। রোগীদের এভাবে ফেলে রেখে তাদের বের হওয়া যাওয়া ঠিক হয়নি। পরে অন্যদের সহায়তায় অপারেশন শেষ করে চলে আসি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, নার্সদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তবে নার্সরা কোন কর্মবিরতি করেননি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওযা হবে।

কেএস 

Link copied!