Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পুনাকের দিনব্যাপী বিনোদনের আয়োজন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নভেম্বর ২, ২০২২, ১০:৩৪ পিএম


চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পুনাকের দিনব্যাপী বিনোদনের আয়োজন

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহযোগিতায় মাথাভাঙ্গা নদীর তীরবর্তী পুলিশ পার্কে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের জন্য ‍‍`এক দিনের বিনোদন‍‍` এর আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

চুয়াডাঙ্গা পুনাকের এই ব্যতিক্রমী ও ভিন্নধর্মী আয়োজনে সুবিধাবঞ্চিত এতিম কন্যা শিশুরা পুলিশ পার্কে আজ সারাদিন প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘুরে বেরানো, আনন্দ করা, বিভিন্ন রাইডে চড়া, পশু-পাখির সাথে মিতালি করার ব্যবস্থা করে পুনাক। এছাড়াও কেক কাটার পাশাপাশি শিশুদের দুপুরের খাবারও দেয়া হয়।

দিনব্যাপী পুরো আয়োজনে শিশুদের সঙ্গ দেন চুয়াডাঙ্গা পুনাক সভানেত্রী ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পুনাকের সম্মানিত ভাবিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণের বাইরেও সিভিল সার্জন, সম্মানিত সিভিল সার্জন ভাবি, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিনসহ অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইএফ

Link copied!