Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সারাদেশে জেল হত্যা দিবস পালিত

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ৩, ২০২২, ১২:৩৮ পিএম


সারাদেশে জেল হত্যা দিবস পালিত

সারাদেশে যথাযথ মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ঘটনা এটি। বঙ্গবন্ধু হত্যার তিন মাসের মধ্যেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকেই প্রতি বছরের ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়ে আসছে।

সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো দিনটিকে স্মরণ করছে আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনগুলো।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, শাহানাজ বেগম নাজু, ফাল্গুনী তরফদার প্রমূখ। বক্তারা বলেন, ১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় হিসেবে রচিত হয় ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ড। এদিন জাতীয় ৪ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম ভাবে হত্যা করা হয়। 

বরিশাল ব্যুরো: পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে পালিত হয়েছে জেল হত্যা দিবস। বুধবার সকালে নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপলক্ষে নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোরআন খানি মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহস্থ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার। এসময় বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বক্তারা, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করেন। সে সাথে জাতির পিতা ও তার পরিবারসহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারীরা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে মন্তব্য করে সকলকে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, আ.লীগের সাংগঠনিক সম্পাদক  পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আ.লীগ নেতা ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আ.লীগের নেতা  নিলোৎপল খীসা, জেলা আ,লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য শামীম চৌধুরী,নুরুল্লাহ হিরো,আফতাব উদ্দিন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, জেলা যুবলীগের সাধারণ কে এম ইসমাইল হোসেন, জেলা কৃষকলীগ সভাপতি পিন্টু ভট্টাচার্য, নেতা সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার, টিকো চাকমাসহ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরনে পুষ্প স্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের, সমীরণ পাল, গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌম,উপজেলা আওয়ালীগের নেতা রুস্তম তালুকদারসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন,দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করেন। সে সাথে জাতির পিতা ও তার পরিবারসহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারীরা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে মন্তব্য করে সকলকে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় পোদ্দার মার্কেটে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আশি ও নব্বই দশকের সাবেক সফল নেতা ও আওয়ামী লীগের অন্যতম সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান লুলু, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত, সাবেক ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনসহ আরো অনেকে। আলোচনা সভার শেষে জাতীয় চার নেতা সহ দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করে ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলাম বকসি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আ.লীগ পৌর আ.লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা ও পৌর আ.লীগের আয়োজনে র্র্যালী অনুষ্ঠিত হয়। অপরদিকে নাচোল উপজেলা শাখার যুব মহিলা লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নির নেতৃত্বে উপজেলার ডাকবাংলো চত্বর থেকে বর্ণ্যঢ্য র্র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর পরিবার সহ শহীদ চার নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলার পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি। অন্যনোর মধ্যে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান, জেলা মহিলা লীগের সহসভাপতি রঞ্জনা রাণী,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আজিজুল হক, প্রবিণ আওয়ামী লীগ নেতা আব্দুল মাজেদ, বিশিষ্ট সমাজসেবী তরিকুল ইসলাম সুইডেন হাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ,  নাচোল উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বুলেট), কসবা ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ জয়নাল আবেদীন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জেল হত্যা দিবস। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সেখানে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদসহ সহযোগীয় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নানান কর্মসূচির মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান, সহসভাপতি ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদেকুর রহমান তালুকদার, শাহ শামীম আহম্মেদ প্রমূখ। অপরদিকে সকাল সাড়ে ১১ টায় উপজেলা আ.লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজনসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ৩ রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বি আর ডি বির হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের এক অংশের ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ। আন্যানদের মাঝে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রফিকুল হাসান চৌধুরী, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, গত ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ মনোনিত পাইকুরাটির নৌকার চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি এম এম এ রেজা পহেল, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল হক, সদস্য বিকাশ রঞ্জন তালুকদার , এনামুল হক, সদস্য নুরুল হুদা মুকুল, মুশফিকুর রহমান মানিক, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক  শাহ আলি আকবর, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, সদস্য নূর রহমান তুষার, উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক রেজাউল করিম তপন,সদস্যরুমন,মানিক,কামরুজামান উজ্জল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোকন উজ্জামান বেপারী, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ নয়ন মিয়া, সদর ইউনিয়নের যুবলীগের সভাপতি আলামিন তালুকদার, মহিবুর হাসান মিশুক,মুক্তি যুদ্ধা লীগের যুগ্ম আহবায়ক এম কে রব্বানী বুলেট, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পাবেল আহমেদ কিরন, উপ গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক জালাল আহমেদ আকাশ, উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আলামীন খান, সদস্য মোঃ পিয়াম তালুকদার প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দলীয় কার্যালয়ের মিলদ মাহফিল, দোয়া ও জাতীয় চার নেতার জীবনি আলোচনা করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার। প্রধান অতিথী জাতীয় সংসদ জনাব, ডাঃ মোঃ আব্দুল আজিজ, বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহসভাপতি মোক্তার হোসেন মুক্তা, বাবু প্রকাশ সরকার, মোঃ নজরুল উসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রজত ঘোষ, মোঃ শহিনুর রহমান লাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক লেমন কবির, পৌর আওয়ামী লীগ আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক. তাড়াশ সদর ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ, দলের অঙ্গ-সহযোগী সংগঠন। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহ সভাপতি এম এ লতিফ, পৌর মেয়র মনির উদ্দিন, যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মন্জুরুল ইসলাম বিদ‍্যুৎ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জেল হত্যা দিবসে আলোচনা সভা করেছে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফি উদ্দিন মোড়ল, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ওয়াজ উদ্দিন, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া আক্তার কনা, উপজেলা শ্রমিকলীগ নেতা আরজু সরকার, শ্রীপুর পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিমসহ দলের বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুর ঐতিহাসিক ৪ নেতা জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার (৩ নভেম্বর) নাগরপুর উপজেলা আ.লীগ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতা দলীয় কার্যালয়ের সামনে সকাল ৭ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা মাসুদা প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা প্রতিবাদে ঐদিনটাকে জাতীয় ভাবে জেল হত্যা দিবস পালন করা হয়, তারই ধারাবাহিকতায় নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞার সঞ্চালনয় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনকসহ দলীয় নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য, কলঙ্কিত জেলহত্যা দিবস আজ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অন্যতম চার জাতীয় নেতাকে। তাঁরা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি আজ পালন করছে  কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অংগ সংগঠনগুলি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার ধারাবাহিকতায় আড়াই মাসের মাথায় জাতীয় এই চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে ঘাতকরা। কারাগারের মতো কঠোর নিরাপত্তা প্রকোষ্ঠে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আলোচনা সভা শেষে, দোয়া পরিচালনা করেন, কান্দিউড়া মসজিদের পেশ ঈমাম হাফেজ মো. আকরাম হোসেন। 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: জাতীয় চার নেতার হত্যাকারী কুশিলবদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মিলাদের মধ্য দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। আলোচনা সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বে কোথাও ঘটেনি। জেলে বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জেল হত‍্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, পুষ্পমাল‍্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে এ দিবসটি পালিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ‍্যাড.মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান প্রমূখ।

Link copied!