Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার সেরা বিয়াঘাট ইউনিয়ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২২, ১২:৫১ পিএম


জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার সেরা বিয়াঘাট ইউনিয়ন

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এবছর জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদ। এছাড়া গত বছর জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশ সেরা হওয়ায় পুরষ্কার অর্জন করে বিয়াঘাট ইউনিয়ন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আবারো গত সেপ্টেম্বর মাসে জেলার সেরা ইউনিয়ন নির্বাচিত হয়েছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা প্রশাসকের দিকনির্দেশনায় জেলার ৭টি উপজেলা, ৮ টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নের মধ্যে বিয়াঘাট ইউনিয়ন পরিষদ প্রথম স্থানে রয়েছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসক, ইউএনও, স্থানীয় সরকার শাখার সব কর্মকর্তার প্রচেষ্টায় এই সফলতা এসেছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানাযায়, প্রতি মাসে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনে টার্গেট ছিলো ৩৭ অর্জন হয়েছে ১০৯, ৪৫ দিন থেকে ১ বছরের মধ্যে জন্ম নিবন্ধনে টার্গেট ছিলো ৩৭ অর্জন হয়েছে ১৪৮।

বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা জানান, জন্ম মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি বিষয়। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক করেছেন সরকার। সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সফলতা অর্জন হয়েছে।

কেএস 

Link copied!