Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২২, ০৫:১৮ পিএম


পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপির মিনি কনফারেন্স রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস)।  

সভায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয় চুয়াডাঙ্গা জেলা পুলিশ। পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

এরমধ্যে অপরাধ পরিসংখ্যান, অপরাধ সংগঠিত হওয়ার কারণ, রহস্য উদঘাটন, মালামাল উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং অপরাধ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসাররা।

টিএইচ

Link copied!