Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২২, ০৫:৫১ পিএম


কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানা বাড়ি বেড়াতে এসে মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে মো. হোজাই আলম নামে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হোজাই আলম একই এলাকার ভবানীপুর গ্রামের আবুল কালামের নাতি এবং ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ এলাকার আসনাবাদ গ্রামের আসিকুর জামানের ছেলে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু তার মা সুমাইয়া বেগমের সাথে বেশ কয়েকদিন আগে তার নানা বাড়ি বেড়াতে আসেন। কিন্তু শিশু হোজাই আলম পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পাঁ পিচলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে স্থানীয় লোকজন পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা জেনেছি পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।

কেএস 

Link copied!