Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২২, ০৮:৪২ পিএম


শাল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামে আনোয়ার হোসেনের বাড়ির সামনে পানিতে ডুবে তারা মারা যায়। 
শিশু দুজন ওই গ্রামের আনোয়ার হোসেনের ৬ বছরের ছেলে ইউসুফ ও পার্শ্ববর্তী সুরমা গ্রামের শাহানুর মিয়ার ৭ বছরের ছেলে বিন ইয়ামিন। তারা একে অপরের খালাতো ভাই।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকালে ইউসুফ ও বিন ইয়ামিন বাড়ির সামনের মাঠে খেলা করছিলো। 
একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে শিশু দুইজন বাড়ির সামনে পানি ভরা গর্তে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যায় মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। 
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল আছে।
টিএইচ

Link copied!