Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মধুপুরে বিএডিসি খামারে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২২, ১১:৩৩ এএম


মধুপুরে বিএডিসি খামারে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরে চাকুরী স্থায়ীকরণ, বেতন বৃদ্ধিসহ ব্যাংকের মাধ্যমে বেতনের দাবিতে মানববন্ধন করেছে মধুপুরের কাকরাইদ বিএডিসি খামারে কর্মরত শ্রমিকরা।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে মধুপুরের কাকরাইদ বিএডিসি খামার চত্তর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি মুল ফটকের সম্মুখে এসে শেষ হয়। পরে সমবেত শ্রমিকগণ টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের দুই পার্শ্বে দাড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন  করেন।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, মধুপুর বিএডিসি কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বীজ প্রক্রিয়াজাতকরণ কারখানা ও সংরক্ষণ ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন। এবং দ্রুত বাবস্হা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীসহ কৃষিমন্ত্রীর নিকট জোর হস্তক্ষেপ কামনা করেন।

টিএইচ
 

Link copied!