Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মৌলভীবাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন, ক্ষয়ক্ষতি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২২, ০২:৩১ পিএম


মৌলভীবাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন, ক্ষয়ক্ষতি

মৌলভীবাজার শহরের কালাম সু-ষ্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ নভেম্বর) সকল সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার শহরের চৌমোহনা পয়েন্টে (কোর্ট রোড) এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার যিশু তালোকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দোকানের মালিক রুমান আহমদ জানান, ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। তবে দোকানের ভেতরে থাকা অনেক প্যাকেটকৃত জুতা পরে দমকল বাহিনীর সহায়তার বাইরে নিয়ে আসা হয়।

কেএস

Link copied!