Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কামারখন্দে সনদসহ স্মার্ট কার্ড পেলেন বীর মুক্তিযোদ্ধারা

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ

নভেম্বর ৫, ২০২২, ০৪:৫৫ পিএম


কামারখন্দে সনদসহ স্মার্ট কার্ড পেলেন বীর মুক্তিযোদ্ধারা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সনদসহ স্মার্ট কার্ড বিতরণ কর হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা মিনি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী, এ্যাড. সুকুমার চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে ৯১ জন মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সনদ এবং ১২২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সনদসহ স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

কেএস

Link copied!