Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে উপনির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২২, ০৮:০০ পিএম


ফরিদপুরে উপনির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে সালথা উপজেলায় নির্বাচন পরবর্তী নৌকার বিজয় আনন্দ মিছিলে হামলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সালথার ভাবুকদিয়া কেন্দ্রে ফলাফল ঘোষণার পর নৌকার একটি বিজয় মিছিল বের করেন পাভেল রায়হান ও সেকেন্দার মোল্যার লোকজন। এসময় মিছিলে স্থানীয় মুরাদ মোল্যা ও ইব্রাহিম মোল্যার লোকজন হামলা চালায় বলে প্রতিপক্ষের দাবি। এ নিয়ে পরে উভয় পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

তবে মুরাদ মোল্যা বিজয় মিছিলে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে বলেন, আমি পঙ্গু মানুষ। কেনই-বা আমার লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালাবে। উল্টো তার লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, প্রতিপক্ষ সেকেন মোল্যা বলেন, তার লোকজনের ওপর মুরাদ মোল্যা ও ইব্রাহিম মোল্যার লোকজন হামলা চালিয়েছেন। তিনি সংঘর্ষের সময়  এলাকায় ছিলেননা বলে জানান।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানাতে পারবেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কেএস 

Link copied!