Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে ৪০০ পিস ভারতীয় শাড়ী উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২২, ০৯:০৭ পিএম


ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে ৪০০ পিস ভারতীয় শাড়ী উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ৪ নভেম্বর বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০০ পিস ভারতীয় শাড়ীসহ ২ জনকে আটক করা হয়। 

থানা সূত্রে জানা গেছে, এসআই শফিকুল ইসলাম ও এএসআই আব্দুল মতিনের সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানাধীন ৩নং চান্দলা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। অভিযানে ছোট ধুশিয়া আইয়ুব আলী হুজুরের বাড়ীর পুকুরের দক্ষিন পাশে সবুজ পাড়া টু শিদলাই গামী কাঁচা রাস্তার থেকে আসামি মোজাম্মেল হোসেন (২২), পিতা-জয়নাল আবেদীন, থানা- ব্রাহ্মণপাড়া, বিল্লাল হোসেন বিলু(২৯), পিতা-মৃত আব্দুর রশীদ, সাং-খাপুড়া (সুরুজ মেম্বারের বাড়ী), থানা-বাঙ্গরা বাজার, উভয় জেলা-কুমিল্লা এবং পলাতক আসামি মোঃ হাবিব(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-গুঞ্জর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাদের দখল হইতে ৪০০ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, দুইজন আসামি গ্রেপ্তারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

কেএস

 

Link copied!