মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২২, ০৪:১০ পিএম
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২২, ০৪:১০ পিএম
সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৬শত ৭ জন শিক্ষার্থী।
রোববার (৬ নভেম্বর) তিনটি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত
হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর উপজেলার ১০টি স্কুল এন্ড কলেজ থেকে ৩টি কেন্দ্রে জেনারেল ও কারিগরি বিভাগ থেকে ২ হাজার ৬শত ৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে প্রথমদিনে অনুপস্থিত ৪৩জন শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়া হচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সদা তৎপর রয়েছে। সারাদেশে মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
কেএস