Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে প্রতারণা মামলায় ৪ ইউপি সদস্য জেল হাজতে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২২, ০৪:৪৫ পিএম


ফরিদপুরে প্রতারণা মামলায় ৪ ইউপি সদস্য জেল হাজতে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের এক মেম্বারের প্রতারণা মামলায় ৪জন ইউপি সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

ওই চার ইউপি সদস্য হলেন, ১ নম্বর ওয়ার্ডের খন্দকার আইয়ুব আলী মঙ্গল (৪৮), ২ নম্বর  ওয়ার্ডের মো. মুনজুরুল ইসলাম (৪০), ৩ নম্বর ওয়ার্ডের রকিবুল বানিস (৩৬), ৪ নম্বর ওয়ার্ডের খুরসিদুল বারি টিটু (৫২)।

রোববার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক তরুন বাছার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল মোল্যা (৬০) মাস খানেক আগে ফরিদপুর আদালতে ওই চার মেম্বারের নামে ৪২০, ৪০৬ (প্রতারণার) মামলা করেন। ওই প্রতারণা মামলায় রোববার (৫ নভেম্বর) আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।

এ বিষয়ে রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়াল মেম্বার তাদের নামে আদালতে প্রতারণার মামলা করেন। ওই মামলায় রোববার তারা হাজির হন আদালতে। তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কেএস 

Link copied!