Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

এইচএসসি পরীক্ষা: সন্দ্বীপে প্রথমদিন অনুপস্থিত ৫৬ পরীক্ষার্থী

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপ প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২২, ০৫:২৩ পিএম


এইচএসসি পরীক্ষা: সন্দ্বীপে প্রথমদিন অনুপস্থিত ৫৬ পরীক্ষার্থী

সারাদেশে একযোগে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথমদিনে সন্দ্বীপে অংশ নিয়েছে ১ হাজার ৩৬৩ জন। প্রথমদিন অনুষ্ঠিত হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৬ পরীক্ষার্থী।

এ বছর সন্দ্বীপে এইচএসসিতে ৩ কেন্দ্রে মোট ১২১৮ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ১১৭২ পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীনে ১ কেন্দ্রে ১৪৫ জনের মধ্যে প্রথমদিন পরীক্ষায় অংশ নিয়েছে ১৩৫ জন।

সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সরকারি হাজী আবদুল বাতেন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ৫৩০ ছাত্র  ছাত্রী। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১৮ জন ছাত্র ছাত্রী। মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩৮৫ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩৭০ জন এখানে অনুপস্থিত ১৫ জন ছাত্র ছাত্রী। সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩০৩ জন পরীক্ষা অংশ গ্রহণ করে ২৯০ জন এখানে অনুপস্থিত ছিল ১৩ জন।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বশিরিয়া আহমেদীয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নিয়েছে ১৪৫জন। অনুপস্থিত ছিলেন ১০ জন।

এসএম

Link copied!