Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অতিথি পাখি ধরার অপরাধে যুবকের কারাদণ্ড

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২২, ০৭:৫৩ পিএম


অতিথি পাখি ধরার অপরাধে যুবকের কারাদণ্ড

খুলনার দাকোপে বিরল প্রজাতির অতিথি পাখি ফাঁদপেতে ধরার অপরাধে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আদালত সূত্রে জানা যায়, তিলডাংগা ইউনিয়নে বটবুনিয়া গ্রামের শহিদুল বিশ্বাসের পুত্র রায়হান বিশ্বাস (২৬)  কামিনিবাসিয়া পুলিশ ফাঁড়ির সন্নিকটে বিলের ভিতর পাখি মারার সরঞ্জাম (জাল, বাঁসি, বেটারী) নিয়ে  পাখি ধরতে গেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর রোববার বেলা ১১ টায় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এ এস আই মোঃ রতন হোসেনের নেতৃত্বে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়।

এসময় বিরল প্রজাতির অতিথি পাখি (কালাতিতি) ও পাখি ধরার সরঞ্জামসহ রায়হান কে বিলের ভিতর থেকে  হাতে নাতে আটক করে। পরবর্তীতে দাকোপ থানায় হাজির করলে থানার এসআই মোঃ রুহুল আমিন বিকালে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এর আদালতে হাজির করে। এ সময় আদালত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২, ৩৮(১) ধারায় বিরল প্রজাতির অতিথি (কালাতিতি) পাখি ফাঁদ পেতে ধরার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। পরে অতিথি পাখিটিকে ছেড়ে দেওয়া হয়েছে জানা গেছে।

কেএস 

Link copied!