Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাদুল্লাপুরে তিন ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা পড়েছে ২৪৮

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২২, ০৮:৩৭ পিএম


সাদুল্লাপুরে তিন ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা পড়েছে ২৪৮

গাইবান্ধার সাদুল্লাপুরের তিনটি ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ  আগামী ২৮ নভেম্বর। রোববার (৬ নভেম্বর) ছিলো মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। এই দিন পর্যন্ত নৌকার মনোনীত তিন ইউনিয়নে তিন প্রার্থীসহ চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা সংরক্ষিত সদস্য পদে ৪৫ জন সাধারণ সদস্য পদে ১৮৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ২৪৮ জন প্রার্থীর মধ্যে বনগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন মহিলা সংরক্ষিত সদস্য পদে ১৬ জন সাধারণ সদস্য পদে ৬৯ জন। এ ইউনিয়নে মোট মনোনয়ন জমা পড়েছে ৮৯ জনের।

জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন। সাধারণ সদস্য পদে ৬৫ জন। সর্বমোট মনোনয়ন জমা দিয়েছে  ৮৫ জন প্রার্থী। কামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। সাধারণ সদস্য পদে ৫৫ জন। সর্বমোট মনোনয়ন জমা দিয়েছে ৭৪ জন। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী হিসাবে বনগ্রাম মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বনগ্রাম  ইউনিয়নের  সভাপতি মোকলেছুর রহমান, কামারপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি সুবল চন্দ্র সরকার ও জামালপুরের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল। ৬ নভেম্বর শেষ দিনে তারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী আগামী ৭ নভেম্বর প্রার্থীতা যাচাই বাছাই, ১০ নভেম্বর আপিল ১১ নভেম্বর আপিল নিষ্পত্তি, ১২ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১৩ নভেম্বর প্রতীক বরাদ্দ ২৮ নভেম্বর ভোট গ্রহণ ।

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুরের উপজেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফর রহমান। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে  আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।

কেএস

 

Link copied!